আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪, বিকাল ০৬:২০

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ পুলিশের বাঁধার মুখে কালো পতাকা মিছিল করতে পারেনি নীলফামারী জেলা বিএনপি। সারাদেশে কেন্দ্রীয় কর্মসুচির ঘোষনা অনুযায়ী মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কালো পতাকা হাতে নিয়ে মিছিলটি বের হতে চাইলে পুলিশের বাধার মুখে মিছিল করতে না পেরে সেখানেই সমাবেশ করে নেতাকর্মীরা।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটির আয়োজন করে জেলা বিএনপি।  
এতে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন সহ আরও অনেকে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা। 

মন্তব্য করুন


Link copied