স্টাফরির্পোটার,নীলফামারী॥ নীলফামারীতে চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেল ৩১৩ রোগী। সোমবার(২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের মড়াল সংঘ চত্বরে ওই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। মড়াল সংঘের সহযোগিতায় ক্যাম্পের আয়োজন করে কাসেম ফাউন্ডেশন এবং মরিয়ম চক্ষু হাসপাতাল।
উদ্বোধনী অনুষ্ঠানে মড়াল সংঘের সভাপতি ও নীলফামারী চেম্বর অব কমার্স এ- ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মো. সোহেল পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হক, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন, নীলফামারী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল মান্নান প্রমুখ। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. শাফিউল হাসান।
মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে বিনামূল্যে ৩১৩ জন রোগিকে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে ৭০ জনকে চশমা প্রদান ও ৭৫ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বিনা খরচে মরিয়ম চক্ষু হাসালে এসব রোগির ছানি অপারেশন করা হবে। ডাক ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের অর্থায়নে মড়াল সংঘের সহযোহিতায় ক্যাম্পের আয়োজন করে কাসেম ফাউন্ডেশন ও মরিয়ম চক্ষু হাসপাতাল।