আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

নীলফামারীতে বিশ্ব টিকাদান দিবস উপলক্ষে এ্যাডভোকেসী সভা

বুধবার, ১২ জুলাই ২০২৩, বিকাল ০৬:৪৪

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৩ উপলক্ষে নীলফামারী জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) সদর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সম্মেলন কক্ষে  এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, নীলফামারী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহীন, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ দিলিপ কুমার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইমুনিসেশন মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহবুবুল ইসলাম, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জিরো ডোজ (বাদ পড়া) শিশু, আন্ডার ইম্যুনাইজড (আংশিক টিকাপ্রাপ্ত) শিশু এবং মিসড কম্যুনিটি শনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো। ডেঙ্গু নির্মূলে কাজ করছে সরকার। ডেঙ্গু শুধু সরকারের একার পক্ষে নির্মূল করা সম্বব নয়। সেই জন্য চাই সকলের সম্মিলিত উদ্যোগ। ডেঙ্গু মশা যেন বাসাবাড়ি, অফিস-আদালত কোথাও বিস্তার ঘটাতে না পারে সেই দিকে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতার অভাবেই দেশে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। তাই ডেঙ্গু মশামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই নিজে সচেতন থাকুন অন্যকেও সচেতন করার আহ্বান জানান বক্তারা। 
সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক সহ আরো অনেকে। 

মন্তব্য করুন


Link copied