আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

নীলফামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে চোখের আলো হারাতে বসা সাকিবকে বিজিবির অনুদান

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, রাত ০৯:৫৮

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥  বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাকিব মাহমুদুল্লাহর (২১) চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন। মঙ্গলবার(৩১ ডিসেম্বর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এক লাখ টাকার চেক প্রদান করেন। নীলফামারী ব্যটালিয়ন চত্বরে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ওই চেক গ্রহন করেন সাকিব মাহমুদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ৫৬ বিবিজি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, সাকিবের বড় ভাই আকতার কোরাইশি ও নীলফামারী ছাত্র আন্দোলনের সম্বয়নকারী মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ সরকার প্রমুখ।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার অনার্স পড়–য়া শিক্ষার্থী সাকিব মাহমুদুলহ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত ১৮ জুলাই সৈয়দপুর উপজেলা শহরের পাঁচ রাস্তার মোড়ে আহত হন। শরীরের বিভিন্ন স্থানসহ দুই চোখের ক্ষতি হয়। বন্ধুরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। এরপর রংপুর ও ঢাকার একটি বেসরকারি চক্ষু হাসপাতালে চিকিৎসা নেন। দীর্ঘ চিকিৎসার পরেও  বাম চোখের আলো ফিরে না আসায় দেশের বাইরে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু অর্থের অভাবে যেতে পারছেন না দেশের বাইরে। 
জেলার সৈয়দপুর উপজেলার কাজীপাড়ার সাকিব মাহমুদুল্লাহ স্থানীয় একজন ক্রিকেটার। তার বাবা আকবর আলী ছেলেকে ক্রিকেটার তৈরীর স্বপ্ন দেখেছিলেন। ২০১৭ সালে সাকিবেরর বাবার মৃত্যু হলে সে স্বপ্নের সমাপ্তি ঘটেনি। ভাইবোনের মধ্যে সবার ছোট সাকিব অভাব-অনটনের সংসারে বিবিন্ন জেলায় ক্রিকেট খেলার আয়ে লেখাপড়া করতেন রংপুর কারমাইকেল কলেজে অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে। 
অনুদান প্রদানের বিষয়টি নিশ্চিত করে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বৈষম্যবিরোধী আন্দেলনে আহত এবং নিহত ছাত্র জনতা ও তাদের পরিবারের পাশে থেকে বিজিবি সহযোগিতা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় সাকিব মাহমুদুল্লাহকে এক লাখ টাকা প্রদান করা হয়েছে। 
উল্লেখ যে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পক্ষ থেকে ৪২ জন ছাত্র-জনতাকে বিজিবি হাসপাতাল, ঢাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ৪২ জনের মধ্যে থেকে ৭ জনকে ইতোমধ্যে বিজিবি কর্তৃক অনুদান/ পুনর্বাসন/কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সর্বমোট ১০০ জন ছাত্র-জনতাকে বিজিবি এর পক্ষ থেকে অনুদান/পুনর্বাসন/বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied