আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নীলফামারীতে মহান স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা

বুধবার, ২৬ মার্চ ২০২৫, বিকাল ০৭:৪০

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্য মাওলানা আব্দুস সাত্তার বলেছেন এমনই একটি সময় আজ স্বাধীনতা দিবস পালন হচ্ছে যে, এই দিবসে  শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে আজও। তিনি মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। তিনি জুলাইয়ে গণ-আন্দোলনের সব শহীদদের এবং আহত ও পক্সগুত্ববরণকারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে জেলা জামায়াত অফিসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আমান, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী প্রভাষক ছাদের হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ প্রমূখ।
এ সকল বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন ৭১ সালের শহীদরা যে উদ্দেশ্যে জীবন দিয়ে দেশ স্বাধীন করে ছিল তাদের সে উদ্দেশ্য ও স্বপ্ন ৫৪ বছরেও বাস্তবায়ন হয়নি। তবে ২৪ সালে দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে ৭১ ও ২৪ এর শহীদদের চাওয়া পাওয়া পূরণ যেন হয় সে আশাবাদ কামনা করেন বক্তারা। 

মন্তব্য করুন


Link copied