আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধ ঘোষণা

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

নীলফামারীতে মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির মতবিনিময় সভা

সোমবার, ২৮ আগস্ট ২০২৩, রাত ০৮:৪৯

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য ও জেলার সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার(২৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। 
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার সমূহকে ঘোষণা এবং স্বীকৃতি প্রদান করে জাতি, ধর্ম, বর্ণ ও ভাষা নির্বিশেষে সকল মানুষের স্বাধীনতাকে সমুন্নত রাখতে উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশসহ সকল সদস্য রাষ্ট্র একক কিংবা যৌথ প্রচেষ্টায় মানুষের এই অধিকারগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বদ্ধপরিকর। 
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা এসেছিল মানবাধিকার রক্ষা করতে গিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আহবানে ১৯৭১সালে বাঙ্গালী জাতির মানবাধিকার রক্ষায় এদেশের অসংখ্য সাধারণ জনগণ যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে এবং বাঙ্গালী জাতির মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। এসময় তিনি জেলা কমিটির সদস্যদের আরো জোরদার ভূমিকা রাখার মাধ্যমে দেশের উন্নয়ন তরান্বিত করার আহবান জানান। 
প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন একটা বেআইনি সংস্থা। এই নামে যদি কেউ পরিচয় দেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে কোনো কমিশন বাংলাদেশে নেই। একসময় একটা ছিল, তারা অনেক অন্যায় করেছে। অনেকভাবে চাঁদাবাজি করেছে। তারা কমিশন বলে পরিচয় দিত কিন্তু তারা কোনো কমিশন নয়। কোনো বেসরকারি সংস্থা কোনো দিন কমিশন হতে পারে না। 
সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সাবেক সচিব সেলিম রেজা, কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল আলম, পরিচালক (অর্থ ও প্রশাসন) কাজী আরফান আশিক, উপ-পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন ও এম রবিউল ইসলাম। 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান, পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু, ডাঃ মজিবুল হাসান চৌধুরী, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী প্রমুখ। 
সভায় জেলার ৬ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাগন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
সভা শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ নীলফামারী ২৫০ শষ্যা জেনারেল হাসপাতাল, জেলা কারাগার ও চিলাহাটি আন্তর্জাতিক রেলস্টেশন পরিদর্শন করেন।

মন্তব্য করুন


Link copied