আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে শিক্ষক সমিতির মতবিনিময় সভা 

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, রাত ০৯:১৯

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নীলফামারী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। 
সংগঠনের জেলা সভাপতি মো. আশরাফুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিটিএ রংপুর জেলা সভাপতি ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ আলী, সংগঠনের নীলফামারী জেলা শাখার সহ সভাপতি মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু হেনা মো. গোলাম ফেরদৌস, পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন প্রমুখ।
বক্তারা চলমান মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনে অংশগ্রহনের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। 

মন্তব্য করুন


Link copied