স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা সমাপ্ত হয়েছে সোমবার(২০ নবেম্বর) বিকালে। দাতা সংস্থা ডিয়াকোনিয়া ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় কর্মশালার আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব।
জেলা শহরের জোড়দরগাহ এলাকায় আখতারুল হাবিব প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালাটি শুরু হয় রবিবার(১৯ নবেম্বর) সকাল ১০টার দিকে। এদিন কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
রিসোর্স পার্সন হিসেবে দুই দিনের কর্মশালাটি পরিচালনা করেন উন্নয়ন কর্মী আলাউদ্দিন আলী।
সোমবার বিকালে সমাপনী অনুষ্ঠানে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববির সভাপতিত্বে বক্তৃতা দেন সহসভাপতি আতিয়ার রহমান, ইসরাত জাহান পল্লবী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, জেন্ডার সমতা প্রকল্পের সমন্বয়কারী শাহনাজ বেগম প্রমুখ।