আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নীলফামারীতে সা'দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, দুপুর ০২:৪৪

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ তাবলিগ জামাতের একাংশের শীর্ষ নেতা ভারতীয় মাওলানা সাদ কান্দলভীকে বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেওয়া সহ দুই দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন নীলফামারীর মসা'দ পন্থী তাবলীগ জামাত। পাশাপাশি জেলা প্রশাসনের চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।  সোমবার(২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিটি নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল-মাসুদ।
নীলফামারী জেলা তাবলীগ জামাতের আমীর প্রফেসর মোঃ দিদারুল ইসলামের নেতৃত্ব সহস্রাধীকা সমর্থকেরা স্মারকলিপি প্রদান করেন। 
স্মারকলিপিতে তাদের দাবী, কোনরূপ যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দ (দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না। বিগত ৭ বছর যাবৎ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য শুনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অথচ তিনি ইতোপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এ বছর যাতে তাদের বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দ (দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য জোর দাবী জানান তারা। অপরদিকে বিগত ৭ বছর যাবৎ মাওলানা জুবায়েরপন্থীগণ তাদের মূলধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিঠ, হত্যা ও জুলুম -নির্যাতন এবং কুৎসা রটনা ও অপপ্রচার করেন। যা ইসলামি শরিয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লংঘন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্যও দাবী করেন নীলফামারীর মাওলানা সা'দ পন্থী তাবলীগ জামাতের নেতা-কর্মীরা। 
স্মারকলিপি প্রদানের সময় জেলা তাবলীগ জামাতের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মওলানা আব্দুস সাদিক, কামরুল হাসান ফিরোজ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন, হাসিবুল হক সেলিম, সোহরাব উদ্দিন, কাজী আব্দুল মান্নান, শফিকুল আলম নোবেল, আখতার হোসেন, শওকাতুল বারী, সৈয়দ রফিকুল ইসলাম, ডাঃ লুৎফর রহমান, মহম্মদ হারুন ও জিয়াউর রহমান প্রমুখ। 

মন্তব্য করুন


Link copied