স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা শহরে সোলার লাইটের খুঁটি ভেঙে পড়ে আহত লুৎফর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ জনি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত লুৎফর রহমান জেলা সদর উপজেলার পঞ্চপুকুর এলাকার মৃত রেজাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ জুন) বিকেলে লুৎফর রহমান শহর থেকে পঞ্চপুকুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন সে সময় নীলফামারী শহরের পিটিআই মোড়ে সোলার লাইটের খুঁটি ভেঙে পড়ে তার শরীরে পড়লে তিনি মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতে পরিবারের লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর থেকে মরদেহ নিয়ে এসে বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।