আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রবিবার, ১৫ জুন ২০২৫, বিকাল ০৭:০২

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আজিজুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(১৫ জুন) বিকালে  নীলফামারী- সৈয়দপুর মহাসড়কে শেখের মসজিদ নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত আজিজুল জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের মৃত সোবাহান আলীর ছেলে। 
এলাকাবাসী জানায়, সৈয়দপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে নীলফামারীর দিকে আসছিল ব্যাটারী চালিত একটি রিক্সাভ্যান। এসময় নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় রিক্সাভ্যানের যাত্রি আজিজুল ইসলাম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনাার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied