আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

নীলফামারীতে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল পেল ২৩ প্রতিবন্ধী

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, দুপুর ০৩:৪১

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ২৩ জন প্রতিবন্ধীর মাঝে ‍হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে মঙ্গলবার(৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে এসব বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এর আগে সকাল ১০টার দিকে শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবার উপ-পরিচালক মো আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দের সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, অবিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো ফারুক আল মাসুদ, জেলা সমাজ সেবার  সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ। 
সভায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিবন্ধী নারী, শিশু, পুরুষ অংশ নেয় কর্মসূচিতে।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাজান আলী জানান, জেলা সমাজ সেবা ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে ২৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এরমধ্যে ১৯টি হুইল চেয়ার ও চারটি ট্রাইসাইকেল রয়েছে। 

মন্তব্য করুন


Link copied