স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলা পুলিশের আয়োজনে ও অফিসার্স ক্লাবের সহযোগিতায় জমকালো আয়োজনে ও তুমুল প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে নীলফামারী জেলার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে “অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের” ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী পুলিশ লাইন মাঠে ফাইনাল খেলায় একক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হন নীলফামারী সরকারী কলেজের প্রভাষক ছকিকুল ইসলাম ও রানার আপ হয়েছেন সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। এখানে তৃতীয় স্থান অধিকার করেন কৃষি বিভাগের রূপম রেজা মহসিন। দ্বৈত্য প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছেন নীলফামারী সরকারি কলেজের প্রভাষক যথাক্রমে মাহমুদুল ইসলাম ও ছকিকুল ইসলাম। রানার আপ হয়েছে জেলা পুলিশের পুলিশ পরিদর্শক জ্যোতিময় রায় ও এসআই রেজানুর রহমান। তৃতীয় স্থান পেয়েছে ডোমার উপজেলা পরিষদের পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ ও উপসহকারি কৃষি কর্মকর্তা রূপম রেজা মহসিন।
খেলা শেষে রাত ১১টার দিকে পুরস্কার বিতরন করা হয়। পুলিশ সুপার গোলাম সবুরের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ,নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম প্রমুখ।
উল্লেখ যে ২৯ জানুয়ারী এই টুর্নামেন্টে শুরু হয়েছিল। এতে জেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের ২০টি দল অংশ নেয়।