স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ উপজেলা নির্বাচনের দ্বিতীয়ধাপে মঙ্গলবার(২১ মে) নীলফামারীর তিনটি উপজেলা জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে প্রতিদ্বন্দী প্রার্থীরা সরব থাকলেও ভোটাররা ছিল বেশ নিরব। ভোট কেন্দ্র ছিল না কোন দীর্ঘ লাইন। ভোটাররা য যার মতা এসে তাৎক্ষনিক ভোট দিয়ে চলে যেতে দেখা যায়। যা ভোটারের খরায় ভুগে ভোট কেন্দ্রগুলো।
সংশ্লিষ্টরা মনে করছেন গড়ে প্রায় ৩৫ শতাংশ ভোট কাষ্ট হয়েছে।
তবে কিশোরীগঞ্জ উপজেলার দুইটি কেন্দ্রে জাল ভোট দিতে আসা ৬ জনকে আটক করা হয়। এরমধ্যে গাড়াগ্রাম ইউনিয়নের গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনজন সজিব (১৬) মিশু (১৭) ও সোহাগ (১৫) এবং একই ইউনিয়নের সয়রাগন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিন জন মশিউর (৪০), নাঈম(১৭) ও সহিদুল (১৭)। এই ছয়জনকে থানায় নেয়া হয়।
জানা যায়, দুপুরে ভুয়া কুপন নিয়ে অন্যের ভোট দিতে আসে তারা। এ সময় ভোট কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে নাম এবং ছবির সঙ্গে মিল না পাওয়ায় তাদের আটক করে।
এবিষয়ে গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রহিম মিয়া ও সয়রাগন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন জাল ভোট দিতে আসায় ৬জনকে আটক করে কিশোরীগঞ্জ থানায় প্রেরনের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ যে, তিন উপজেলায় তিনটি পদ ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।