আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

নীলফামারীর চওড়া বিলের আট কিলোমিটার সেচ নালা খনন কাজের উদ্বোধন

বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:৪৩

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ আটশত ৪৩ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যে জেলা সদর উপজেলার চওড়া বিলের আট কিলোমিটার সেচ নালা খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) সন্নাসীতলা স্কুল মাঠ প্রাঙ্গণে এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন। এতে সভাপতিত্ব করেন চওড়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. আল মামুনুন রশিদ নয়ন। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘কাজটি সম্পন্ন হলে আশে পাশের পাঁচটি ইউনিয়নের অনেক মানুষ উপকৃত হবে। খনন কাজ বেশি দিন লাগবে না, কিন্তু এটার কার্যক্রম রয়ে যাবে অনেকদিন। আপনারা যতটুকু আন্তরিক হবেন কাজটাও ততভাগ সফল হবে। কারণ বর্তমান সরকার কাজটি করে দিবে এটা রক্ষনাবেক্ষন পরিচর্যার দায়িত্ব আপনাদের। আমাদের সন্তানরা যে স্বপ্ন দেখিয়েছেন আমরা চাই সেটির সফল বাস্তবায়ন। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব হবে।’
এসময় সদর উপজেলা প্রকৌশলী বিরল রায়, চওড়া বিল সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান জানান,‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের আওতায় চওড়া বিলের পলি অপসারন কাজ শুরু হলো। কাজটি শেষ হলে ৮৪৩ হেক্টর জমির ১৩৬০ জন কৃষক উপকৃত হবেন।’ তিনি জানান, চওড়া বিলের মোট দৈর্ঘ ১৫ দশমিক ৯ কিলোমিটার। এরমধ্যে ৪০ লাখ টাকা ব্যয়ে চলতি বছরে ৮ কিলোমিটার নালা খননে পলি অপসারন করা হচ্ছে। এতে ফসল আবাদে তারা সেচ সুবিধা পাবেন। 

মন্তব্য করুন


Link copied