আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

নীলফামারীর ডিবিএলএম বর্হিবিভাগ দালালমুক্ত করণের দাবীতে মানববন্ধন

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, বিকাল ০৬:৪৩

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় অবস্থিত ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন (ডিবিএলএম) এর বর্হিবিভাগে দালাল চক্রের উৎপাত বন্ধ, রোগীর সাথে প্রতারণা, রোগীকে হয়রানী ও রোগীকে মারধরের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার(২৫ আগষ্ট) দুপুরে ডিবিএলএম হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মতিবুল ইসলাম তুফান, দেলোয়ার হোসেন, তৈয়বুর রহমান, ফয়জুল ইসলাম, সাইদুল ইসলাম, রোগী তমিজ উদ্দিন, আশরাফ আলী, বিধান রায় প্রমুখ। এসময় বক্তারা বলেন, ডিবিএলএম এর বর্হিবিভাগে শুধু নীলফামারী জেলা নয় আশপাশের জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে আসেন রোগী ও সাধারণ মানুষেরা। কিন্তু কয়েকমাস ধরে এখানে দালালের উৎপাতের কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিভ্রান্তির মুখে পড়ছেন। তারা অভিযোগ করে বলেন, দালাল চক্রের আব্দুল জলিল নামে এক ব্যক্তি চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে ডিবিএলএম থেকে ফিরিয়ে নিয়ে জেলা শহরের বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান কম খরচে ভালো চিকিৎসা দেয়ার কথা বলে। ডিবিএলএম’এ কম খরচে ভালো চিকিৎসা সেবা পেলেও উদ্দেশ্যমুলক ভাবে প্রাইভেট হাসপাতাল ক্লিনিয়ে নিয়ে গিয়ে রোগীর পকেট খালি করা হচ্ছে। এই দালাল চক্র ডিবিএলএমকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা দালালমুক্ত চিকিৎসা কেন্দ্র চাই।

চিকিৎসা নিতে আসা তমিজ উদ্দিন জানান, গেল বুধবার(২০ আগষ্ট) সৈয়দপুর থেকে চিকিৎসা নেয়ার জন্য সকাল সাড়ে ৭টায় তিনি ডিবিএলএম’এ এসেছিলেন। কিন্তু আব্দুল জলিল তাকে ভুল বুঝিয়ে এখানে বেশি টাকা লাগবে বলে শহরের একটি ক্লিনিক হাসপাতালে কম খরচে সব হবে বলে নিয়ে যাওয়া চেষ্টা করেন। ডিবিএলএম খোলা থাকলেও তাকে কেন অন্যত্র নিয়ে যাওয়া চেষ্টা করলে এনিয়ে আব্দুল জলিলের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ নিয়ে জানতে চাইলে আব্দুল জলিল জানান, আমি নটখানায় একটি প্রাইভেট চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চাকুরী করি। আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমার নামে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে তা মিথ্যে ও ভিত্তিহীন।

এব্যাপারে ডিবিএলএম এর সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. পবর রোজারিও জানান, কয়েকদিন ধরে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ করছিল। বিষয়টি আমরা উধ্বর্তণ কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্হিবিভাগে যাতে এমন ঘটনা আর না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, কোন রোগী যাতে হয়রানী কিংবা দালাল চক্রের সাথে জড়িয়ে না পড়েন সে ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি।

মন্তব্য করুন


Link copied