আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

নীলফামারীর তিস্তা অববাহিকার ঝড়েরতান্ডবে নিহত ১ ॥ ডিমলায় ৪ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, রাত ০৯:৪১

Advertisement Advertisement

বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়ের তান্ডবে ৪ শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। এতে অনেক পরিবার  গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়া ঘরের টিনের চালা উড়ে এসে পড়ায় একজন নিহত হয়েছে। নাউতরার একটি মুরগীর খামারের ছয়শতাধিক  মুরগী সহ বেশ কিছু ছাগল  মারা যায়। 
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টার দিকে উপজেলার খালিশা চাপানি ও নাউতরা ও গয়বাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ সঞ্চালন লাইন পড়ে যাওয়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে হটাৎ ঝড় শুরু হয়।নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি, নিজপাড়া, মহাজেবিন পাড়া, সাতজান ও খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা, ডালিয়া ও বাইশপুকুর গ্রামে চার শতাধিক কাঁচা ঘরবাড়ি ঝড়ে উপড়ে যায়। ঝড়ে অধিকাংশ ঘরের চাল বেড়া উড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গেছে। 
খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার জানান, ঝড়ে আমার ইউনিয়নের বাইশপুকুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর ১টা পর্যন্ত খবর পেয়েছি শতাধিক পরিবারের টিন ও বাঁশের কাঁচা ঘর ঝড়ে উপড়ে গেছে। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে বলেন তিনি।
নাউতরা ইউপি চেয়ারম্যান মোর্শেদ ইমতিয়াজ মনি বলেন, সকালে ঘরে তারা এরাকায় ৪ শতাধিক আধাপাকা ঘরবাসীসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নাউতরা মহাজেরিন পাড়ার জসিম উদ্দিন একটি বয়লার মুরগীর খামারের ঘর ভেঙ্গে ৬ শতাধিক মুরগীর মারা গেছে। তিনি আরও বলেন, নাউতরা, আকাশকুড়ি, নিজপাড়া ও সাতজান এলাকায় কাচা খরবাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ে। 
এদিকে গয়াবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, ঝড়ের সময় টিনর চালা উড়ে এসে পড়ায় তার এলাকার মনছুর আলী(৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।  তিনি দক্ষিন গয়াবাড়ি গ্রামের এলাকার মৃত নান্দয়া মাহমুদের ছেলে।
ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান জানান, ঝড়ে যেসব এলাকায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ইউনিয়নের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
ক্ষয়ক্ষতির বিষয়ে তালিকার কাজ চলছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালামা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা হাতে পেলে জেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারা যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে কাজ করব।

মন্তব্য করুন


Link copied