আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস তীব্র: শীতে বিপাকে নিম্নআয়ের মানুষ

শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫, বিকাল ০৫:৩৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক ; দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা হঠাৎ ৮ ডিগ্রির নিচে নেমেছে। ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে এই জেলায়। তবে এ শীতের মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা। 

শুক্রবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৩ ডিসেম্বর এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরে হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে বয়ে যায়। হিমেল হাওয়ার সঙ্গে হালকা কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি, পাথর ও চা শ্রমিকসহ সাধারণ  মানুষরা পড়েন চরম বিপাকে। এছাড়া আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। 

এ বিষয়ে জেলা শহরে ভ্যানচালক নজরুল ইসলাম বলেন, শীতের কারণে ভ্যান চালানো যাচ্ছে না। আমাদের আয় কমেছে। শীতের কাপড়ের অভাবে অনেক কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। 

একই কথা বলেন জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথর শ্রমিক মালেকা বানু। তিনি বলেন, শীতের কারণে আমরা কাজকর্ম করতে পারছি না। আমার জীবনে কষ্ট হচ্ছে। সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাই না। এই শীতের মধ্যে যদি একটু শীত বস্ত্র পেতাম তাহলে অনেক উপকার হতো আমাদের। 

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৩ ডিসেম্বর এ জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে আরও শীত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

মন্তব্য করুন


Link copied