আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, দুপুর ১১:০৬

Advertisement Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস । এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জেলায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। জেলা জুড়ে চলছে মৃদু শৈতপ্রবাহ।

এদিকে গত কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার দেখা মিলছে। রাতভর ঝড়ছে বৃষ্টির মত কুয়াশা। ভোর থেকে জেলার পথঘাটে কুয়াশায় সামান্যতম দুরত্বে চলাচল করতে বিঘ্ন ঘটছে। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন গুলো। এই শীতে ডায়েরিয়া, শ্বাসকষ্ট সহ শীত জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। 

এদিকে, হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণন কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ জেলা জুড়ে মৃদ্যু শৈত্যপ্রবাহে বয়ে যাচ্ছে। আগামীতে আরো শীতের তীব্রতা বাড়ার আশঙ্খা রয়েছে।

মন্তব্য করুন


Link copied