আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশী যুবকে আটক করেছে বিএসএফ

মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২, দুপুর ১০:৩২

Advertisement Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা থেকে এক যুবকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। সীমান্ত অতিক্রম করে অবৈধপথে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বাংলাদেশী আটক ওই যুবকের নাম মোহাম্মদ জামাল (২৮) বলে জানা গেছে। পরে ওই যুবককে আইনি প্রক্রিয়ায় ভারতীয় পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

এদিকে বাংলাদেশী গরু চোরাকারবারী ভারতে বিএসএফের হাতে আটকের বিষয়টি দিনভর লোক মুখে নানান গুন্জন শোনাগেলেও সরেজমিনে খুজেও সঠিক নাম ঠিকানা বা কেউ সত্যতা নিশ্চিৎ করেনি। এর পর ভারতীয় গণম্যাধমে বিয়য়টি জানাযায়।

এই যুবক আটকের বিষয়টি সোমবার (১০ জানুয়ারি) দিনগত রাতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশের তেতুলিয়া উপজেলার রনচন্ডি/গোয়াল গছ সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের দার্জিলিং জেলার  ফাঁসিদেওয়া মানগছ সীমান্ত এলাকায় বেশ কয়েকজন প্রবেশ করে। এ সময় ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও জামাল আটক হয়।

পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে ফাঁসিদেওয়া থানা পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ভারতীয় পুলিশ জামালকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক দেখিয়ে ভারতের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠায়।

আটক জমালের বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কাশিমগঞ্জ এলাকায়।

গোপন সূত্র বলছে জামাল সহ তেঁতুলিয়া উপজেলার প্রায় ২০ জনের একটি দল দীর্ঘদিন থেকে সীমান্তে গরু চোরাকারবারী করে আসছিলো।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফজলে রাব্বি বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেনি এবংকি থানায় মিসিং রিপোর্টও করেনি। অন্যদিকে বিএসএফ এ বিষয়ে আমাদের কোন কিছু জানায়নি। তারা আমাদের জানালে তাদের সাথে যোগাযোগ করা হবে।

এদিকে রিপোর্টটি শেষ লেখা পর্যন্ত তাদের গরু চোরাকারবারীদলের বেশ কয়েকজন সদস্য এখনো ভারতে আত্বগোপনে আছে বলে খবর পাওয়া গেছে। তারা সময় বুঝে দেশে আসার অপেক্ষা করছে।

মন্তব্য করুন


Link copied