আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

পরী মণির বাড়ির সামনে শিক্ষার্থীদের ভিড়!

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, বিকাল ০৬:২০

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না আলোচিত নায়িকা পরী মণির। বরিশালে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন তিনি। তার একটি হলো নায়িকার প্রথম স্বামীর মৃত্যু, আরেকটি হলো পরিচালক শাহ আলম মণ্ডলের প্রয়াণ; যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছিলেন পরী মণি।

অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা
 

এই মুহূর্তে শ্যুটিং ছেড়ে নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই ব্যক্তি জীবনের নানান মুহূর্ত ভক্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিতে দেখা যায় পরীকে।বরিশাল থেকে একাধিক ভিডিও, ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরী মণি। সেই ভিডিওতে দেখা যায়, সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীরা পরীর বাড়ির সামনে ভিড় করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে এক নজর দেখার জন্যে উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’

এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক জনতাও।

পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন  পরী মণি সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও। ছবি তোলা শেষে পরী মণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়।

 

পরী মণি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে  লিখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’

মন্তব্য করুন


Link copied