নিজস্ব প্রতিবেদক : জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রংপুরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দুপুরে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা রায়হান সিরাজী, অ্যাডভোকেট কাওছার আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণমিছিলে বক্তারা বলেন, জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলো পাঁচ দফা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এসব দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, এবং জুলাই গণহত্যার বিচার—এই দাবিগুলো মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে জামায়াত।
নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারের সদিচ্ছা প্রয়োজন। জনগণের ভোটাধিকার রক্ষায় জামায়াত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে বলে তারা ঘোষণা দেন।