আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

পিকনিকে এসে তিস্তা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শনিবার, ১১ মার্চ ২০২৩, রাত ০৮:৩০

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়ায় পিকনিকে এসে তিস্তা নদীতে গোসল করতে নেমে দশম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী সাগর চন্দ্র (১৫)। সে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের নেক মোরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র ও ওই গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে। আজ  শনিবার(১১ মার্চ) দুপুর ২টায় তিস্তা ব্যারাজের উজানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেরা নদী হতে ওই ছাত্রের লাশ উদ্ধার করে।  
স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও রাণীশংকৈল এলাকা থেকে একটি কোচিং সেন্টারের মাধ্যমে শতাধিক শিক্ষার্থী তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসে। ৫ থেকে ৬ জন বন্ধু মিলে তিস্তা ব্যারাজের উজানের গোসল করতে নামে। গোসল করার সময় নদীর স্রোতে নিখোঁজ হয় সাগর চন্দ্র। নিখোঁজের দুই ঘন্টা পর তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করে। 
তিস্তা ব্যারাজের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই দীপ্ত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্রের লাশ তার গ্রামে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied