আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

পুনরায় ম্যাব সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত দেওয়ান কামাল আহমেদ

রবিবার, ১৯ মার্চ ২০২৩, রাত ০৮:২২

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি পৌরপিতা কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ নাগরিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। 
শনিবার(১৮ মার্চ) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে এই সংবর্ধনা অনুষ্ঠানটি।

এতে প্রায় এক লাখ মানুষজন অংশ নেন। নীলফামারী বড় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 
নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২(সদর) আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
দেওয়ান কামাল আহমেদ নীলফামারী পৌর সভায় টানা ষষ্ঠবারের ন্যায় মেয়র নির্বাচিত হন। ম্যাবের সভাপতি নির্বাচিত হন দ্বিতীয় দফায়। তাঁর এক কৃতিত্বে ওই সংবর্ধনায় দশ সহস্রাধিক নারী-পুরুর সমবেত হয় অনুষ্ঠান স্থলে। ম্যাব সভাপতির সহধর্মিনী পৌরমাতা ফৌজিয়া দেওয়ান জলি ও তার কন্যা ব্যারিষ্টার কানিজ ফারহা আহমেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এ কে এম ডি জোনাব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত ২৩ মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, বাংলাদেশ রেড ক্রিসেণ্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ। 
এসময় সেখানে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তইবুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
পরে সেখানে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, দুই বাংলার জনপ্রিয় বিখ্যাত চিত্র নায়ক ফেরদৌস আহমেদ, চিত্র নায়িকা অপু বিম্বাস, কণ্ঠ শিল্পী ইমরান মাহমুদ ও বিখ্যাত লালন ব্যান্ড। 
উল্লেখ্য, চলতি বছরের ১২ জানুয়ারী কক্সবাজারে সংগঠনের অনুষ্ঠিত সভায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পুণরায় সভাপতি নির্বাচিত হন। ওই দিন কক্সবাজারের হোটেল সি প্রিন্সেসের সম্মেলন কক্ষে তাকে দ্বিতীয় বারের জন্য ম্যাব এর সভাপতি নির্বাচিত করা হয় তাকে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। 

মন্তব্য করুন


Link copied