স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন। ওই কালো রাতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। ইতিহাসে এমন নৃশংস হত্যাকান্ডের ঘটনা বিরল। শোকাবহ সেই কালো রাত্রিকে উপজীব্য করে নীলফামারীর সৈয়দপুর পৌর মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নাটক অভিশপ্ত আগস্ট। সোমবার (৭ আগষ্ট) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নাটকটির প্রদর্শনী মঞ্চায়ন হয়। একসঙ্গে অনেক পুলিশ সদস্য অভিনীত অভিশপ্ত আগস্ট নাটকটি দেখে দর্শকরা অঝড়ে কেঁদেছে। পুলিশ সদস্যদের অভিনয়ে মর্মান্তিক এই হত্যাকান্ডের দৃশ্যায়নে অতিথিসহ দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। নাটক শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আবেগতাড়িত হন।
ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে মঞ্চের মাধ্যমে দর্শকদের সামনে নিয়ে আসায় অতিথিবৃন্দ বাংলাদেশ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। নাটকে অংশগ্রহণকারী কুশীলবদের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।
নাটক শেষে আলোচনা পর্বে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম সেবা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদুল মোমিন, বীর মুক্তিযোদ্ধাগণ।
সন্ধ্যায় নাটক শুরুর আগেই বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কর্মী, রাজনৈতিক, ক্রীড়া ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের সংস্কৃতিনুরাগী বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
প্রসঙ্গত, নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের তথ্য, সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনায় ও নির্দেশনায় এবং বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নির্মিত হয়েছে অভিশপ্ত আগস্ট।