আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

পূজায় রোদে বের হচ্ছেন? যেসব বিষয় মাথায় রাখা জরুরি

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, দুপুর ০১:৪০

Advertisement Advertisement

লাইফস্টাইল ডেস্ক: অনেকেরই রোদে বেশিক্ষণ থাকলে ত্বকে অ্যালার্জি, র‌্যাশের সমস্যা হয়। পূজার সময় আবার ঝলমলে পোশাক, নানা রকম গয়নার সাজে ত্বকে র‌্যাশের সমস্যা আরও বেড়ে যায়। চড়া রোদে বেশি ঘোরাঘুরি করলে ‘সান অ্যালার্জি’ হওয়ার ঝুঁকি থাকে, যা থেকে ত্বকে গুটি গুটি লালচে ফুস্কুড়ি বেরিয়ে যায়। আর এতে চুলকানি, জ্বালা করতে থাকে। ত্বকে কালচে ছোপ পড়ে যায়। তাই বলে কি পূজার সকালে ঠাকুর দেখতে বেরোবেন না? সবই করা যাবে, শুধু নিয়ম মানতে হবে।

ত্বক চিকিৎসকরা বলছেন, ত্বকে র‌্যাশ বা অ্যালার্জির পেছনে অনেক কারণ থাকতে পারে। সূর্যের অতিবেগনি রশ্মির কারণে ‘সানবার্ন’ হয়। ত্বক খুব স্পর্শকাতর হলে অনেকের আবার ‘সান পয়জনিং’ হতে দেখা যায়। এই সমস্যা আরো মারাত্মক। ত্বকের যে অংশে রোদ বেশি লাগবে, সেখানেই চামড়া পুড়ে ফোস্কা পড়ে যাবে। 
সান অ্যালার্জি ছাড়াও ‘ফোটোসেনসিটিভ ডিজঅর্ডার’ হতেও দেখা যায়। সাধারণত ২০-৪০ বছর বয়সি মানুষের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। এ ক্ষেত্রে অনেক সময়ে ত্বক ফেটে রক্ত বেরোয়। সারা গায়ে চুলকানি হয়।

সবার ত্বক সমান নয়। চড়া রোদে বেশি সময় থাকলে ত্বকের বিভিন্ন রকম সংক্রমণ হতে দেখা যায় অনেকের। ত্বক চিকিৎসকরা বলছেন, ত্বকের রং বদলাতে শুরু করে। এই বদল যে মুখ বা শরীরের বিশেষ কোনো অংশ জুড়ে সমান ভাবে হয়, তা নয়। বরং ত্বকের নির্দিষ্ট কিছু জায়গায় ত্বকের রং গাঢ় হতে থাকে। ছিটছিট দাগের মতো দেখা যায়। একে বলে ‘হাইপার পিগমেন্টেশন’। অতিরিক্ত ঘামে রোমকূপগুলো বন্ধ হয়ে মিলারিয়া হতে পারে। এতেও ত্বকে জ্বালা, চুলকানি হয়।

সমাধান জেনে নিন

১. প্রচুর পরিমাণে পানি খেতে হবে। কারণ এ সময় ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর লবণ বেরিয়ে যায়।

 

২. রোদে বের হলেই ছাতা, টুপি সঙ্গে রাখতে হবে। লম্বাহাতা সুতির পোশাক পরুন। মুখ এবং হাতে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে ভুলবেন না।

 

৩. অত্যধিক মাছ, মাংস, তেল-মসলাদার খাবার বিশেষ খাবেন না। এতে ত্বকে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।

 

৪. বেশিক্ষণ রোদে থাকবেন না। চেষ্টা করবেন ছায়া আছে, এমন জায়গায় বা ঠান্ডা জায়গায় কিছু সময় থাকতে।

 

৫. চুলকানি কমাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালামাইন লোশন ও অ্যান্টিহিস্টামিন সিরাপ খাওয়া যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।

উত্তর বাংলা/ মু . মা

মন্তব্য করুন


Link copied