আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

একদিনের ব্যবধানে ৬৯০৬ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহন করানোর দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, রাত ০৮:০৬

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি নীলফামারী সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার ৩০টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

মানববন্ধন চলাকালিন সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি উপজেলা শাখার সভাপতি আল-হুদা একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ মো. জাবেদ আলী শেখ, লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মশিউর রহমান, ইকরা বাংলাদেশ এর পরিচালক ক্কারী মাওলানা মো. মাকসুদুর রহমান, আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মকবুল হোসেন ট্রাষ্ট একাডেমির মমিনা জেসমিন, সৈয়দপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের মো. ইসমাঈল হোসেন, নিউ মিলেনিয়াম স্কুলের অধ্যক্ষ মোর্শেদা রহমান, আল-হুদা একাডেমির আনিসুল ইসলাম বুলবুল, সামশুল হক মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের কোয়েলিয়া বিশ্বাস, রেঁনেসা কিন্ডারগার্টেন স্কুলের মো. আসাদুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে প্রাথমিক শিক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় সবচেয়ে বেশি। অথচ এ সব প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০২৫ গ্রহনের জন্য একটি পত্র জারি করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে বৈষ্যমমূলক।

বক্তারা আরও বলেন, বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদানই নয়; এটি একটি শিশুর আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরনা। এছাড়াও কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। অথচ কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষার গুনগত মান বজায় রেখে প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করতে এ ধরণের পত্র জারি করা হয়েছে।

মানববন্ধন শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনের সুযোগ দেওয়া এবং প্রাথমিক অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। 

মন্তব্য করুন


Link copied