আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

প্রার্থিতা ফিরে পেলেন দিনাজপুর সদর আসনে স্বতন্ত্রপ্রার্থী

শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩, দুপুর ০৩:৩৭

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী, দিনাজপুর: উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেলেন,দিনাজপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্রপ্রার্থী জেলা যুবলীগের সভাপতি মো. রাশেদ পারভেজ। 

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের কাছে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জেলা যুবলীগের সভাপতি মো. রাশেদ পারভেজদিনাজপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্রপ্রার্থী জানান,তার প্রতীক ' ঈগল।'

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উচ্চ আদালত তাঁর পক্ষে রায় দিয়েছে। তিনি নির্বাচনে মাঠে লড়াইয়ের জন্য নেমে পড়েছেন।

প্রসঙ্গত: দিনাজপুরের ৬টি আসনে সংসদ সদস্য হওয়ার জন্য ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ ৪ টি মনোনয়নপত্র বাতিল করেন।এরমধ্যে স্বতন্ত্রপ্রার্থী জেলা যুবলীগের সভাপতি মো. রাশেদ পারভেজের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়। এরপর তিনি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় আপিল করেন। আপিলে তার মনোনয়নপত্র বৈধ করা না হলে তিনি উচ্চ আদালতে রিট করেন। উচ্চ আদালত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বতন্ত্রপ্রার্থী মো. রাশেদ পারভেজের পক্ষে রায় দেন।

যাচাই-বাছাই এ টিকে যাওয়া ৩০ জন প্রার্থীর মধ্যে ৪ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ২৬ জন প্রার্থী থাকে দিনাজপুরের ৬টি আসনে। অন্যদিকে উচ্চ আদালত স্বতন্ত্রপ্রার্থী মো. রাশেদ পারভেজ প্রার্থীতা ফিরে পাওয়ায় এখন জেলায় প্রার্থীর সংখ্যা ২৭ জন। এরমধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনে সাতজন।

তারা হলেন,আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম (নৌকা), জাতীয় পার্টি'র মনোনীত প্রার্থী আহমেদ শফি রুবেল (লাঙ্গল), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী আব্দুস সালাম,(হাত পাখা), ন্যাশনাল পিপলস পার্টি'র মনোনীত প্রার্থী 

পারুল সরকার লিনা (আম), ইসলামী ঐক্য জোট মনোনীত প্রার্থী ফরহাদ আলম (মিনার) স্বতন্ত্র প্রার্থী কোতয়ালী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি মো. রাশেদ পারভেজ (ঈগল)।

 

 

 

মন্তব্য করুন


Link copied