আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে, বাড়ছে কুয়াশা

রবিবার, ১৩ নভেম্বর ২০২২, রাত ০৯:৪২

Advertisement Advertisement

শীতের আগমন ধ্বনি এখন বাতাসে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা কমেছে প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে গ্রামের শীতের আমেজ শহরের চেয়ে বরাবর বেশি। কুয়াশাও বেশি। সন্ধ্যায় ও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। চলতি সপ্তাহে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং আশেপাশে এলাকা পর্যন্ত বিস্তৃত।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়,  সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত সপ্তাহের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহে ছিল তেতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই হিসেবে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। একইভাবে দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা ও বরিশাল ছাড়া সব জায়গারই তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১, যা গত সপ্তাহে ছিল  ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে আজ ১৭ দশমিক ৮, ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে আজ ১৮, ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে আজ ১৯ দশমিক ২, ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে আজ ২০ দশমিক ৫, ছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় আজ রেকর্ড করা হয় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহে ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

তবে ঢাকা ও বরিশালে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২,  গত সপ্তাহে ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  বরিশালে আজ ১৯, গত সপ্তাহে ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন


Link copied