ঘুরেফিরে এসেছে ‘প্যারাবোলা (বাতিঘর), ‘পারো’ (দেশ নাটক), ‘কম্পানি’ (আরণ্যক), ‘মহাশূন্যে সাইকেল’ (অনুস্বর), ‘বিবিধ শোক অথবা সুখ’ (অনুস্বর), ‘টিনের তলোয়ার’ (প্রাঙ্গণেমোর), ‘উনপুরুষ’ (নবরস নৃত্য ও নাট্যদল), ‘দ্য ম্যান আউটসাইড’ (অ্যাক্টোমেনিয়া), ‘প্রায় তিন/চারজন’ (প্রচণ্ড কালেকটিভ), ‘মেয়েটি’ (নাট্যহীত, চট্টগ্রাম), ‘খোঁজ’ (ফেইম), ‘বোধ’ (স্বপ্নঘুড়ি রেপার্টরি) ইত্যাদি নাটকের নাম। এর মধ্যে কিছু নাটকের শো হয়েছে একেবারেই কম। সার্বিক বিবেচনায় নাট্যগবেষক বাবুল বিশ্বাস মনে করেন, এসব নাটক তুলনামূলক আলোচনায় থাকলেও সংশ্লিষ্ট দলগুলো আগের কাজকে ছাড়িয়ে যেতে পারেনি। তাঁর ভাষ্যে, গত কয়েক বছরের তুলনায় এবার আলোচনায় আসার মতো নতুন নাটক নগণ্য। অবশ্য দলগুলো সময়ও কম পেয়েছে।