দিনাজপুর প্রতিনিধি ; দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী অর্থায়নে রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো এর আওতাধীন এলাকায় প্রি-প্রেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-প্রেমেন্ট মিটার স্থাপন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (৩০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্ব প্রি-প্রেমেন্ট মিটার বিষয়ক অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন,দিনাজপুর নেসকোর বিক্রয় ও বিতরন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব, জেলা বিএনপির‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম, নেসকো এর ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প নেসকো রংপুর এর সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন। স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প নেসকো রংপুরের পকল্প পরিচালক মো. সাজ্জাদ হোসেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, ফুলবাড়ী উপজেলা যুব দলের সদস্য সচিব মানিক মন্ডল,এনসিপির নেতা ইমরান নিশাদ চৌধুরী, সাবেক ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,১নং ওয়ার্ড কাউন্সিলর হারান দত্ত,৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ,সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক, যুগ্ম আহবায়ক মন্তাজ আলীসহ স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
অবহিতকরণ আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী সবার সাথে কথা বলে প্রি-পেইড মিটার স্থাপনের বিষয়ে সিন্ধান্ত নিতে গেলে কিছু সংখ্যক আলোচক আগামী এক সপ্তাহের পর প্রি-পেইড মিটার স্থাপন বিষয়ে সিন্ধান্ত নিতে উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। । আবার অবিহিতকরণ সভা করে ।