আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

ফেইসবুকে পরীমনি ও মিমের পাল্টাপাল্টি পোস্ট, ছড়াচ্ছে উত্তাপ

শুক্রবার, ১১ নভেম্বর ২০২২, দুপুর ১২:১৭

Advertisement Advertisement

ঢালিউড সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামী শরীফুল রাজকে জড়িয়ে ফেইসবুকে পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী পরীমনি। একই পোস্টে তিনি পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে স্বামী রাজকে সতর্কবাণী দিয়েছেন তিনি।

বুধবার গভীর রাতে তার ওই পোস্টের পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিমের পাল্টা পোস্ট সোশাল মিডিয়ায় রীতিমত উত্তাপ ছড়াচ্ছে। এরপর বিদ্যা সিনহা মীম তার ফেইসবুক পোস্টে দাবি করেন, এক পক্ষ তার পথচলায় ‘ইর্ষান্বিত’ হয়ে ‘কুৎসা’ রটাচ্ছে। কোনো ধরনের বাড়াবাড়ি হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাববেন।

মধ্যরাতে ফেইসবুকে পরীমনি তার পোস্টে পরিচালক রাফিকে ট্যাগ করে লেখেন, ‘রায়হান রাফি, সিনেমার সাথে সাথে দালালিও ভালোই করেন দেখি!’ পরের লাইনে মিমকে ট্যাগ করে তিনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে এই নায়িকা লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’ পরীমনির ওই পোস্টে অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছেন, কেউ কেউ জানতে চেয়েছেন, ‘আবার কী হল?’

এরপর দুপুরে ফেইসবুকে দীর্ঘ পোস্টে মিম লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে…আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

বিদ্যা সিনহা মিমের ভাষ্য, নিজের পেশাদার জীবনকে তিনি কখনও প্রশ্নবিদ্ধ করেননি। তিনি আরও লেখেন, ‘আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে। শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে…। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী…।’

প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এই নায়িকা লিখেছেন, ‘এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।’

কারও কোনো ধরনের ‘মনগড়া মিথ্যা বানোয়াট কথায়’ বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান মিম।

ক্যারিয়ার এগিয়ে নিতে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মিম বলেন, ‘আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হব।’

পরীমনি ও শরীফুল রাজ ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান। গত বছরের অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন তারা। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে পুত্রসন্তান রাজ্য।

মন্তব্য করুন


Link copied