আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি

গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

বকেয়া বেতনের দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ-অবশেষে

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, রাত ১০:২৩

Advertisement

বিশেষ প্রতিনিধি॥ নীলফামারীতে উত্তর ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। রোববার(১৩আগষ্ট) বিকেল ৪ টা থেকে ইপিজেডের টেক্সাস গার্মেন্টসের শ্রমিকেরা এ বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ শ্রমিকেরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেওয়ার দাবি জানায়। 
এদিকে বকেয়া বেতন চাইতে গিয়ে উত্তরা ইপিজেডের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপরে (বেপজা) নিরাপত্তা প্রহরীদের মারধরে এক নারী শ্রমিক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরা ইপিজেডের জিন্স প্যান্ট ও শার্ট তৈরীর টেক্সাস গার্মেন্টসে প্রায় ১৬০ জন শ্রমিক ও অফিস ষ্টাফ কর্মরত।  তাদের  তিন মাসের বেতন বকেয়া আছে। এদিকে অন্যজনকে কোম্পানি লিজ দিয়ে ঢাকা চলে গেছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক টাঙ্গাইলের ফরহাদ হোসেন ফারুক। এতে করে বেতন না পাওয়ার আশঙ্কায় বিকেল থেকে আন্দোলনে নামে শ্রমিকরা।
নাম প্রকাশ না করার সর্ত্বে শ্রমিকরা অভিযোগ করে জানান, তিনমাস ধরে আমরা বেতন পাই না। বেতন চাইতে গিয়ে আমাদের হুমকী দিয়ে মারধর করা হয়। এক নারী সহকর্মী মারধরে গুরুতর আহত হয়েছে।  তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও অনেকে আহত হয়েছে। আমাদের বেতন না দিয়ে কোম্পানির মালিক তার কারখানা গোপনে অন্যজনের কাছে লিজ দিয়ে সঠকে পড়েন। আমরা বেতন চাই। আমাদের কেনো এভাবে মারধর করা হলো। 
উত্তরা ইডিজেড এলাকার বেশ কয়েকজন অভিযোগ করে জানান, টেক্সাস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন ফারুক তার কোম্পানীতে শেয়ার হিসাবে আমাদের কাছে বেশ কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমরাও আমাদের শেয়ারের অংশ পাচ্ছিনা। তাকে মোবাইলে কল দিলে বিভিন্ন ধরনের আশ্বাস দেন তিনি।
টেক্সাস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন ফারুকের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি  বলেন, বকেয়া বেতনের দেওয়া নিয়ে এ সমস্যা হয়েছে। আমি দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি। 
এ দিকে উত্তরা ইপিজেডের একটি সুত্র জানায়, সন্ধ্যার পর টেক্সাস গার্মেন্টসের শ্রমিক ও অফিস স্ট্যাফদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। শ্রমিকরা এসে বেতন তুলে ফিরে যাচ্ছে।
এ বিষয়ে জানতে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার  মুঠোফোনে বলেন পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। শ্রমিকরা বকেয়া বেতন উত্তোলন করে বাড়ি ফিরেছে। 

মন্তব্য করুন


Link copied