বিশেষ প্রতিনিধি॥ ফেসবুকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদককে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলায় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার(২৪ অক্টোবর) রাতে উপজেলার ছাতনাই ডাঙ্গারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার(২৫ অক্টোবর) সকালে ডিমলা থানায় ওই এলাকার লেলিন ইসলাম বাদী হয়ে ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আনারুল ইসলামকে(২৫) আসামী করে সাইবার নিরাপক্তা আইন ২০২৩ দায়ের করে। পুলিশ ওই মামলায় যুবক আনারুল ইসলামকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আনারুল ইসলাম তাঁর স্বপ্নময় পৃথিবী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যথাক্রমে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের ছবিকে এডিট করে ক্যুরুচিপূর্ণ ছবি একটি বক্তব্যের সমালোচনা করে আপত্তিকর কথা লেখেন। অনেকে পোস্টটি দেখায় সুনাম ক্ষুণ্ম ও মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার সত্যতা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান উত্তরবাংলাডটকমকে জানান, অভিযোগের পরেই আনারুলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, ঘটনা প্রমানিত হওয়ায় তার ফেসবুক আইডিটি বন্ধ করে দেয়া হয় এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।