স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নীলফামারী জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১০ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি গুলশান আরা মোনার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল হাসান শাহ আপেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলাইমান মিয়া, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ শফিকুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সন্তান সংসদ রংপুর বিভাগের সভাপতি সুশান্ত ভৌমিক।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি দীপঙ্কর ঘোষ, গণেশ রায়, ওয়াহিদুজ্জামান মিঠু, আসাদুজ্জামান বাবু, আসাদুজ্জামান জুয়েল, সাবিয়া মায়া সহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারগণ।
সভার শুরুতে নব-গঠিত কমিটির সকলকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা পরিবার এর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল হাসান শাহ আপেল জানান, ৭৩ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়। আমরা চেষ্টা করছি তালিকাভুক্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তান ও পরিবারের সদস্যদের এই কমিটির সাথে সংযুক্ত করার।