ডেস্ক: জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৪ আসন পীরগাছা উপজেলার কদমতলি চন্ডিপুর সরকারি প্রাথমিক মাঠে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের সমর্থনে নির্বাচনি জনসভায় বাণিজ্যমন্ত্রী ও ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশির কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, ‘দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ভারত থেকে আমদানি করার পরও দাম কমাতে পারেননি। একেক সময় একেক কথা বলে সরকারকে বিব্রত করেছেন।’
জিএম কাদের বলেন, ‘টিপু মুনশি এ আসনের এমপি হলেও ১৫ বছরেও কোনও উন্নয়ন করেননি। বরং এলাকার মানুষকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। তিনি বলেছিলেন তার নির্বাচনি এলাকার মেয়েরা নাকি দিনে তিনবার মুখে লিপস্টিক বদলায় কিন্তু আজ জনসভায় এসে দেখলাম কোনও মহিলার মুখে লিপস্টিক নেই। কিন্তু মন্ত্রীর চার পাশে যারা থাকেন তাদের মুখে লিপিস্টিক দেখা যায়। তিনি ওই সব লিপিস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন।’
সভায় রংপুর-৪ আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর সিটি মেয়র মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, টিপু মুনশি নিজেই অনেকবার বলেছেন তার বাড়ি গোপালগঞ্জে তিনি পীরগাছার মানুষ না তিনি বহিরাগত। এবার এলাকার লোকজন বহিরাগত টিপু মুনশিকে বয়কট করে স্থানীয় প্রার্থীকে ভোট দেবেন।