আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

চানখারপুলে ৬ হত্যা
৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শিগগিরই

চিফ প্রসিকিউটর
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু শিগগিরই

বাবার শরীরের চাপায় সন্তানের মৃত্যু

সোমবার, ১১ জুলাই ২০২২, রাত ০৮:০০

Advertisement

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাট থেকে ৩ মাস বয়সী এক শিশুর ওপর পড়ে যান বাবা। এতে বাবার শরীরের চাপায় সমাপ্তি হাজদা নামে ওই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ জুলাই) গভীর রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুর উপজাতি পল্লিতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম শনিরাম। তিনি নেশাগ্রস্ত হয়ে খাটে ঘুমিয়ে পড়েন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে শিশুটিকে নিয়ে তার মা পাটি বিছিয়ে খাটের পাশে ফ্লোরে ঘুমিয়ে পড়েন। এরপর শিশুটির বাবা শনিরাম বাড়িতে এসে বিছানায় ঘুমান। ঘুমের ঘোরে খাট থেকে নিচে শিশুটির গায়ের ওপর পড়ে যায়। এতে শনিরামের শরীরের চাপায় ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল শেষে কোনো অভিযোগ না লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক ও স্থানীয়ভাবে জানা যায়, শিশুটির বাবা শনিরাম নেশাগ্রস্ত ছিল। মাঝে মধ্যে নেশা করে বাড়িতে আসতো।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied