আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

বিএনপির আন্দোলন বলতে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া- রংপুরে শাহজাহান

বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪, বিকাল ০৬:২৮

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান (এমপি) বলেছেন,অবরোধের নামে ঘুমন্ত অবস্থায় টাঙ্গাইলে ইগল পরিবহন সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাদের আন্দোলনের কারণে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেলো। তারা আমাদের সমাবেশে বোমা হামলা করলো।এতে হাজার হাজার নেতাকর্মীরা আহত নিহত হয়েছিল।বিএনপির আন্দোলন বলতে গাড়িতে আগুন দেয়া। তারা সন্ত্রাস করে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে চায় আল্লাহর অশেষ রহমতে তারা পারেনি।সড়ক পরিবহন সেবা মূলক একটি প্রতিষ্ঠান। দেশের সেবায় সড়ক পরিবহন ভূমিকা রাখছেন। আপনি যদি অসুস্থ হোন আপনার গাড়ি বন্ধ থাকবে তবে সড়ক পরিবহনের গাড়ি বন্ধ থাকেনা। আপনাদের প্রতি উপদেশ সাবধানে গাড়ি চালাবেন, এক্সিডেন্ট হলে শুধু আপনার নয় আপনার সাথে জড়িত সকলের ক্ষতি।

বুধবার (৩১ জানুয়ারি)দুপুরে রংপুর জেলা শ্রমিক ইউনিয়নের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বলেন, এক্সিডেন্ট করলে হাইকোট জরিমানা করা শুরু করলো। একের পর এক বড় অংকের জরিমানা করা শুরু করলো। আমি তখন প্রধানমন্ত্রীকে অবগত করলে তিনি আমাকে বললেন আমি দেখছি।পরে তিনি একটি প্রোগ্রামে বক্তব্য প্রদান করেন এক্সিডেন্ট নিয়ে পরে হাইকোর্ট তাদের অবস্থান থেকে সরে আশে।প্রধানমন্ত্রী বলেন এক্সিডেন্ট হলে তাদের পুলিশে দিন।গাড়ি চালকদের প্রধানমন্ত্রী সাবধানে গাড়ি চালাতে অনুরোধ করেছেন।

শ্রমিক নেতা শাহজাহান খান বলেন, বিএনপি জামাতের আমলে মটর শ্রমিক ইউনিয়নের এমএ মজিদের বড় ভাই আবুল কালাম আজাদকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হলো। আমরা একটা ফেডারেশন করতে স্বার্থক হয়েছি। আমাদের দাবি একটাই শ্রমিক বাঁচলে আমরা বাঁচব। আমার রক্তের শেষ বিন্দু থাকা অবস্থায় একটা শ্রমিকেরও ক্ষতি হতে দেবো। আমাদের গাড়ি চালিয়ে কেউ মারা গেলে ৫লক্ষ, কেউ গুরুতর আহত হলে ৩লক্ষ ও আহত হলে ১লক্ষ টাকা দেয়া হয়। আপনারা হয়তো নিয়ম জানেনা জন্য পাননা। সাধারণ সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান রাঙ্গা, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবলু, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম।সভার শুরুতে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট পেশ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ। এ সময় মটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন


Link copied