অনলাইন ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার আগে চলতি মাসের ১৪ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে কুমিল্লা অংশ না নেয়ায় ‘দুর্বার রাজশাহী’ নামে ফিরেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় এসেছে পরিবর্তন। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ।
এই মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা তাদের দল ঘোছাতে ব্যস্ত আছেন। তারা নতুন নতুন খেলোয়াড় কিংবা কোচিং স্টাফ দলে ভেড়াচ্ছে। তার আগে আলোচনায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এবারের আসরে অংশগ্রহণ নিয়ে। যেহেতু তিনি সবশেষ আসরে রংপুরের হয়ে ২২ গজ মাতিয়েছেন। এবারের আসরে সাকিব অংশ নিবেন কিনা এনিয়ে তোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে খোলাসা করেছেন রংপুর ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম।
শনিবার (৫ অক্টোবর) মিরপুর শেরেবাংলায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে মিটিংয়ে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই মিটিংয়ের পর সাকিব ইস্যুতে গণমাধ্যমে কথা বলেন রংপুরের টিম ডিরেক্টর।
৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বড় হয়ে উঠেছে সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয়। যার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তার টেস্ট সিরিজে থাকা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইতোমধ্যে সাকিব ঘোষণা দিয়েছেন মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসরে যাবেন টেস্ট ক্রিকেট থেকে। তবে সব নির্ভর করছে দেশে তার নিরাপত্তা নিয়ে। সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও জানিয়েছেন তিনিও চান সাকিব দেশের মাঠে খেলে অবসরে যান। সেই সঙ্গে জানিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে সাকিবকে। এত কিছুর পরও এখন পর্যন্ত নিশ্চিত নয় সাকিবের দেশে ফেরা।
উত্তর বাংলা/ অ-ন