আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

প্রশাসনে বড় রদবদল

বিভিন্ন জেলার ৩৭ তম বিসিএসের ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার

বুধবার, ৩০ জুলাই ২০২৫, বিকাল ০৬:৪০

Advertisement

নিউজ ডেস্ক: দেশব্যাপী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৮টি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই রদবদলের কথা উল্লেখ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রত্যাহার করা কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এই পরিবর্তন প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা বৃদ্ধি এবং মেধা ও অভিজ্ঞতার সুষম বণ্টনের লক্ষ্যেই করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলো দেখতে এখানে ক্লিক করুন 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালনরত ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের ধাপে ধাপে প্রত্যাহার করে নতুন দায়িত্বে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এটি পরিকল্পিত প্রশাসনিক রোটেশনের অংশ, যা দীর্ঘমেয়াদে সরকারি সেবায় গুণগত মান নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দেশে ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এসি ল্যান্ডদের সরাসরি জনগণের সঙ্গে কাজ করতে হয়। তাদের মাধ্যমে জমির মালিকানা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে সেবা দেওয়া হয়ে থাকে। ফলে এমন রদবদল স্থানীয় প্রশাসনে কিছুটা অস্থিরতা তৈরি করলেও দীর্ঘমেয়াদে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে মাঠ প্রশাসনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তাদের বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব দেওয়া মানে প্রশাসনের ওপর থেকে চাপ কমানো এবং সমন্বিত সেবাপ্রদানে গতি আনা।

মন্তব্য করুন


Link copied