আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

বুড়িতিস্তা সেচ প্রকল্প বাতিল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে কৃষকদের মানববন্ধন

সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, রাত ০৮:১৬

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার পাঁচটি মৌজার বাসিন্দাদের নামে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দায়েরকৃত ৬৫০ জন কৃষকদের বিরুদ্ধে ১০টি মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
সোমবার (২ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ডিমলা উপজেলার কুঠিরডাঙ্গা, রামডাঙ্গা, পচাঁরহাট এবং জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা ও খারিজা গোলনা এলাকার শতশত কৃষক ও কৃষক পরিবার এলাকাবাসী এই কর্মসুচিতে অংশ নেয়।
কর্মসুচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খুরশেদ আলম চৌধুরী। এছাড়াও মিথ্যে মামলার শিকার কৃষক লাবনি আক্তার, হাজেরা বেগম, ফিরোজা বেগম ও জাহেদুল ইসলাম যাদু বক্তব্য দেন সভায়।
এতে দাবী করা হয় পানি উন্নয়ন বোর্ড স্থানীয় মানুষদের কথা না ভেবে বুড়িতিস্তা সেচ প্রকল্প তৈরি করে বরাদ্দ নেয় ১২০ কোটি টাকা। যা এলাকার মানুষদের কোন কাজে আসবে না। লুটপাটের জন্য এটি করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের উদ্যোগে। ভুয়া এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষক ও সাধারন মানুষজনের ১ হাজার ১৩০ একর জমি কোন ভুমি অধিগ্রহন ছাড়াই দখলের পায়রা করা হয়েছে। প্রতিবাদে স্থানীয়রা প্রতিবাদ জানানোয় তাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসে। মিথ্যে মামলা দিয়ে হয়রানী করতে থাকে। এমনকি জেলও খাটতে হয়েছে কৃষকদের।
এ সময় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম।
স্মারকলিপিতে স্মারক করেন উক্ত এলাকার কৃষক যথাক্রমে আলম মিয়া,সহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম জাদু , মোঃ নুর আলম, ইমাম আলী,  ফেরদৌস মোল্লা, রবিউল ইসলাম, ভুট্ট মিয়া, দীপক রায়, ভারত চন্দ্র রায়, রশিদুল ইসলাম, আবুল হোসেন, হাবিবুর ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন


Link copied