আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক নির্মাণ কার্যক্রম উদ্বোধন

সোমবার, ৪ জুলাই ২০২২, রাত ০৯:৩৪

Advertisement Advertisement

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটক নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ফলক উন্মোচনের মাধ্যমে প্রধান ফটক নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, প্রক্টর মোঃ গোলাম রব্বানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সাব্বীর আহমেদ চৌধুরী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক  মোঃ ওসমান গনি তালুকদার, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) আলতাফ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এটিজিএম গোলাম ফিরোজ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জমসেদ আলম হিরুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণে আর্কিটেকচারাল ডিজাইন চুড়ান্ত করতে গত রবিবার বিকেলে স্থপতি আব্দুল্লাহ সাদ সিদ্দিক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

মন্তব্য করুন


Link copied