আর্কাইভ  বুধবার ● ৮ অক্টোবর ২০২৫ ● ২৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

তিস্তাপাড়ে হাহাকার
‘আইতোত হঠাৎ করে নদীর পানি এক্কেবারে বাড়ি গেইল, ‘কেমন করি খাওয়া দাওয়া করমো, সেই চিন্তা বাহে’

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

আইসিটি আইন সংশোধন
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ০৭:০৮

Advertisement

বেরোবি প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।


এরপর আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, নিয়মিত ক্লাসের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ও স্কিল ডেভলপমেন্ট কর্মকান্ডে শিক্ষার্থীদের বেশি বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এতে করে শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকা এবং কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ হবে । এসময় বেরোবি উপাচার্য আরো জানান, ক্লাসরুম ও আবাসনসহ শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন


Link copied