আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

বেরোবিসাসের দশক পূর্তি : নতুন কার্যালয় উদ্বোধন

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, রাত ০৯:৩৭

Advertisement

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক দশক পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক সমিতির কার্যলয়ে এসে শেষ হয়। এরপর ক্যাফেটেরিয়ার নিচতলায় বেরোবিসাসের কার্যালয় উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। পরে ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার পতনে গণমাধ্যমের ভূমিকা ছিলো অপরিসীম। বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণেও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জুলাই বিপ্লবের সত্য তথ্য তুলে ধরা সাংবাদিকরা জাতির কল্যাণে যে সাহসিকতা প্রদর্শন করেছেন, তা দেশের মানুষের জন্য অনুকরণীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধ্যয়নের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতা সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক দশক পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

সভায় আরো বক্তব্য দেন- প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামানিক, সাংবাদিকতা বিভগের বিভাগীয় প্রধান  তাবিউর রহমান প্রধান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো হারুন আল রশীদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ শিকদার, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, সাংবাদিক সমিতির সভাপতি শিপন তালুকদার ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিমেল।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ অক্টোবর  ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। 

মন্তব্য করুন


Link copied