আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

ভাই ডাকায় গ্রামীণ ব্যাংকের গ্রাহককে হয়রানি

শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, দুপুর ০৩:০৩

Advertisement

সবাইকে স্যার বলার নির্দেশ কর্মকর্তার

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপককে ভাই বলে সম্বোধন করায় গ্রাহকের সঙ্গে অসদাচরণ করে ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার ঝিটকা এলাকার ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে চলছে সমালোচনার ঝড়। অভিযুক্ত ব্যক্তি হলেন ওই শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ। ভুক্তভোগী উপজেলার ঝিটকা এলাকার মিষ্টি ব্যবসায়ী সমর সন্ন্যাসীর ছেলে সুব্রত সন্ন্যাসী।

ভুক্তভোগীর করা ওই ভিডিওতে দেখা যায়, আবুল কালামকে ভুক্তভোগী গ্রাহক বলছেন, আপনাদের ভাই বলা যাবে না? স্যারই বলতে হবে? উত্তরে আবুল কালাম বলছেন, ভাই বলা যাবে না, স্যার বলবেন। গ্রামীণ ব্যাংকের সবাইকেই স্যার বলতে হবে। ভুক্তভোগীর প্রশ্ন কেন? উত্তরে আবুল কালাম আবার বলেন, বলতে হবে এটাই নিয়ম। এটা সবাই বলে। বাগবিতণ্ডার এক পর্যায়ে আবুল কালাম গ্রাহককে মারতে উদ্যত হয়ে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেন ও মোবাইল কেড়ে নিতে চেয়ে ব্যর্থ হন।

ভুক্তভোগী বলেন, ওইদিন দুপুরে চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে ব্যাংকের লোকজন কিছুক্ষণ বসিয়ে রাখেন। এরপর তারা বৃহস্পতিবার টাকা তুলতে যেতে বলেন। তখন আমি ব্যাংকের ব্যবস্থাপক অদ্বৈত কুমার মৃধাকে সম্মানের সঙ্গে বলি, ভাই কালকে কখন আসব। তখনই সেকেন্ড ম্যানেজার আবুল কালাম রাগান্বিত হয়ে ওঠেন ও আমাকে বের করে দেন। বিষয়টি ব্যবস্থাপককে জানালেও কোনো প্রতিকার পাইনি। অভিযুক্ত আবুল কালাম বলেন, তার স্যার বলতে অসুবিধাটা কোথায়। সবাই তো স্যার বলেই ডাকে। বিষয়টা সহজ করে দেখলেই হতো। যদি তিলকে তাল করে, তাহলে আমার কিছু করার নেই।

ব্যবস্থাপক অদ্বৈত কুমার বলেন, অফিসের প্রটোকল অনুযায়ী সবাই স্যার সম্বোধন করে থাকেন। ঘটনাটি নিয়ে আমি সেকেন্ড ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। তাদের দুজনের মধ্যে আগের কোনো ঘটনার জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতে পারে।

মন্তব্য করুন


Link copied