আর্কাইভ  মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫ ● ২২ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৭ অক্টোবর ২০২৫
সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বেড়েছে রুপার দামও

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বেড়েছে রুপার দামও

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

মাদরাসার শিক্ষকদের জন্য সতর্কবার্তা

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, রাত ১২:০০

Advertisement

নিউজ ডেস্ক: এমপিওভুক্তি, পদোন্নতি এবং সংশোধনসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অর্থ লেনদেন করে প্রতারিত না হতে মাদরাসা শিক্ষকদের প্রতি সতর্কবার্তা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদরাসা শাখার পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত সব কার্যক্রম একটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। এমপিওভুক্তকরণ, সংশোধন, পদোন্নতি বা অন্য যেকোনো প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারের নির্ধারিত বিধি অনুযায়ী এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়ে থাকে। এ ধরনের কোনো কার্যক্রমে অবৈধ তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি অধিদপ্তরের কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা কোনো তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনে জড়ান, তাহলে তিনি প্রতারণার শিকার হতে পারেন। ফলে এমন লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের ‘নির্দেশক্রমে অনুরোধ’ জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন পদে এমপিওভুক্তি ও পদোন্নতির ক্ষেত্রে অনৈতিক লেনদেনের অভিযোগ উঠছে। অনেক শিক্ষক-কর্মচারী প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


এ অবস্থায় শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দেওয়া হলো, যা এই ধরনের প্রতারণা বন্ধে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, কোনো আর্থিক প্রলোভনে পা না দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন ও কার্যক্রম পরিচালনা করলেই যথাসময়ে ফল পাওয়া যাবে। অধিদফতরের কোনো কার্যক্রমে ‘ঘুষ বা দালালি’র সুযোগ নেই এবং থাকবে না, এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন


Link copied