আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

মার্চ-এপ্রিলে ভারত থেকে পাইপলাইনে তেল আমদানির উদ্বোধন হবে-প্রধানমন্ত্রী মুখ্য সচিব

রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩, বিকাল ০৫:২৮

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, আগামী মার্চ বা এপ্রিলের মধ্যেই ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল আমদানির উদ্বোধন হবে। ভারত থেকে তেল আমদানির বিষয়টি ভালোই অগ্রগতির মধ্যে আছে। সে জন্য দুই দেশের সরকারই প্রস্তুত আছে।
শনিবার(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলা সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজে রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ ও বৃহৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির কার্যক্রম স¤পর্কে বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি আরও বলেন, চিলাহাটির সঙ্গে আশেপাশের দেশের মধ্যে যে কানেক্টিভিটি বিশেষ করে মোংলার সঙ্গে যোগাযোগ স্থাপন এর আগে কল্পনা করা যায়নি, (বিকজ অফ পদ্মা সেতু), এই কানেক্টিভিটি উত্তরনের জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে। এ জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। আপনাদের কোনো সময় দিচ্ছি না। তবে আপনাদের প্রত্যাশাকে আমরা সম্মান করি। প্রত্যাশাগুলো খুবই ভালো এবং এই অবকাঠামোগুলো আমরা করতে পারলে আমরা মনে করি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নটা অনেক দ্রুত হবে।
উত্তরবঙ্গের বৃহৎ উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে মুখ্যসচিব আরও বলেন, আমি উত্তরা ইপিজেড পরিদর্শন করেছি। প্রায় ৪০/৫০ হাজার শ্রমিক সেখানে কাজ করছে। পুরুষ থেকে নারী শ্রমিকের সংখ্যা সেখানে বেশি। এছাড়া সড়কেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরের আন্তর্জাতিককরণের কার্যক্রম চলামান হয়েছে। এছাড়া রংপুর বিভাগের আটটি জেলার যে সকল ডিপার্টমেন্ট আছে, ধরেন সড়ক বিভাগ, এলজিইডি, খাদ্য, কৃষি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং অন্যান্য সকল ডিপার্টমেন্টে সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যে টার্গেট নির্ধারিত আছে সেই ল্যমাত্রা অর্জনে তারা কাজ করে যাচ্ছে। এছাড়াও এ সকল কাজে তারা স্থানীয়ভাবে কখনো কোনো সমস্যায় পড়েনি। সরকারের যথাযথ নির্দেশনা তারা পালন করেছেন।
সভায় পানি স¤পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালক, ব্যবস্থাপকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন


Link copied