আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

নগরবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া
রংপুর সিটি বাজার সংলগ্ন প্রধান সড়কে বর্জ্য ডাম্পিং

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

দিনাজপুরে চলন্ত ট্রেনে গলা কেটে হত্যা

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

মেরামতের সময় তেলবাহী লরিতে বিস্ফোরণ, গ্যারেজের মালিক নিহত

রবিবার, ১৯ নভেম্বর ২০২৩, দুপুর ১০:২২

Advertisement

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানি তেলবাহী লরির ছিদ্র মেরামতের সময় বিস্ফোরণে রতন হোসেন (৩০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের বাস টার্মিনালের রতন মোটর গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রতন হোসেন দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে এবং ওই গ্যারেজের মালিক। আহতরা হলেন রতনের সহকারী মো. নাহিদ (১৬) ও একটি বাসের সুপারভাইজার বাদশা মিয়া (২০)। বাদশাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নাহিদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস টার্মিনাল এলাকায় রতন রোজামণি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তেলবাহী লরির ছিদ্র মেরামতের কাজ করছিলেন রতন ও নাহিদ। তারা লরিতে তেল নেওয়ার ঢাকনা না খুলে ঝালাইয়ের কাজ শুরু করেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে রতন ঘটনাস্থলে নিহত হন। আহত হন তার সহকারী এবং পাশে থাকা মিথুন পরিবহন বাসের সুপারভাইজার বাদশা মিয়া। 

লরির চালক সিরাজুল ইসলাম বলেন, ‌‘লরি মেরামত করতে দিয়ে পাশের দোকানে চা পান করতে যাই। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে এসে দেখি রতন, নাহিদ ও বাদশা আহত অবস্থায় পড়ে আছেন। রতনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ৮টার দিকে মারা যান। পরে আহত নাহিদ এবং বাদশা মিয়াকে হাসপাতালে পাঠানো হয়।’

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ‘ধারণা করছি তেল পরিবহনের কাজে ব্যবহৃত লরির ভেতরে গ্যাস জমে ছিল। ওয়েল্ডিং শুরু হলে ভেতরে জমে থাকা গ্যাসে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে ওয়েল্ডিং মিস্ত্রি রতন মারা গেছেন। আহত দুই জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

মন্তব্য করুন


Link copied