আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

নির্বাচন ও সরকার গঠন

যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে সরবে না বিএনপি : তারেক রহমান

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, রাত ১০:০৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে অতীতে যুগপৎ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে বিএনপি সরে আসবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

বৈঠকে উপস্থিত থাকা কয়েকটি দলের নেতারা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক রহমান যুগপৎ সঙ্গী দলগুলোর নেতাদের বলেন, আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া একটি দলের শীর্ষ নেতা ঢাকা পোস্টকে বলেন, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুগপৎ সঙ্গীদের নিয়ে একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ছিল সেখান থেকে বিএনপি সরে আসবে না। তিনি যুগপৎ সঙ্গীদের আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আরও একটি দলের শীর্ষ নেতা বলেন, তারেক রহমান বলেছেন, নির্বাচনের ঘোষণা হয়েছে কিন্তু একটি অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, তারেক রহমান জানিয়েছেন, একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের কমিটমেন্ট থেকে বিএনপি এক চুলও সরে আসেনি। আগামী নির্বাচন হবে জোটবদ্ধ।

বৈঠকে অংশ নেওয়া অপর একটি দলের নেতা বলেন, তারেক রহমান বলেছেন, অনেকে সংস্কারের কথা বলেন কিন্তু কোনো দল সংস্কারের রূপরেখা প্রণয়ন করেনি। আমরা ২ বছর আগেই সংস্কারের ৩১ দফা প্রণয়ন করেছি। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের সঙ্গী সবাই মিলে একাধিক দফা বৈঠকে করে এটা চূড়ান্ত করেছি। এটা আমাদের সবার ৩১ দফা। এই ৩১ দফার ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা হবে।

জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমান বলেছেন, একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে এগ্রিমেন্ট সেখান থেকে বিএনপি শস্য পরিমাণও সরে আসবে না।

মন্তব্য করুন


Link copied