নিউজ ডেস্ক: ময়মনসিংহ, বরিশাল, রংপুরে উন্নয়ন কর্তৃপক্ষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য তিনটি অধ্যাদেশ হচ্ছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০২৫। উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার এই অধ্যাদেশগুলো অনুমোদন দিয়েছে।
বর্তমানে ছয়টি উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। এগুলো হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
এ ছাড়া আজকের বৈঠকে প্রাণিসম্পদ সপ্তাহকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতিবছর নভেম্বর মাসের মাঝামাঝি তা উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদে আমানত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে। এ ছাড়া সভায় কাস্টমস আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫, আয়কর আইন, ২০২৩ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করা হয়।